রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩, চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত
টানা তৃতীয় রাতে ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার দিবাগত রাতে চালানো এই হামলায় তিন জন নিহত ও শহরটিতে অবস্থিত চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওডেসা শহরের কৃষ্ণ সাগরের তীরে চীনের কনস্যুলেট ভবনের একটি ভাঙা জানালার ছবি প্রকাশ করেছেন আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার। তবে ছবিতে আর কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
কিপার বলেছেন, ওডেসায় হামলায় একজন প্রহরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন।
এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি রাশিয়ার মিত্র চীন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক দিন আগে বলেছিলেন, চীনে পাঠানোর জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষি পণ্য অপর একটি বন্দর নগরীতে রুশ হামলায় ধ্বংস হয়েছে।
তার এই মন্তব্যের এক দিন পর এই হামলা চালালো রাশিয়া।
এদিকে মাইকোলাইভ শহরে রুশ হামলায় ১৯ জন গুরুতর আহত হয়েছেন এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিতালি কিম। শহরটির মেয়র ওলেক্সান্ডার সেঙ্কেভিচ বলেছেন, হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়া বুধবার দিবাগত রাতে ১৯টি ক্ষেপণাস্ত্র ও ১৯টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ৫টি ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
কিয়েভের কর্মকর্তারা বন্দর নগরীগুলোতে রুশ হামলাকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর আক্রমণ হিসেবে তুলে ধরছেন। মস্কো বলছে, তারা প্রতিশোধ নিতে এই হামলা চালাচ্ছে। কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার এবং ক্রিমিয়ার কার্চ সেতুতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করার পর এসব হামলা চালাচ্ছে মস্কো।