তিনটি এজেন্ডা নিয়ে সোমবার (২৪ মে) বাংলাদেশ নির্বাচন কমিশনের ৮০তম সভা অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে সকাল সাড়ে ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ মে) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার এই সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে। সোমবারের সভায় আলোচ্য তিন এজেন্ডা হলো— ১. একাদশ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ শূন্য আসনের স্থগিত নির্বাচন এবং ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচন ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন, ২. জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন এবং ৩. দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন।
অবশ্য এর বাইরেও বিবিধ এজেন্ডা রয়েছে। কমিশন চাইলে বিবিধ এজেন্ডা হিসেবে যেকোনও বিষয়ে আলোচনা করতে পারে।