ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ রকেট হামলা, নিহত ৪
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে অ্যাপার্টমেন্ট ভবনে রকেট হামলা চালিয়েছে রশিয়া। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। হামলায় অর্ধশতাধিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ সেখানে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় মেয়রের বরাত দিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ রকেট আঘাত হেনেছে এবং এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় মেয়র আন্দ্রি স্যাডোভি জানিয়েছেন।
তিনি বলেছেন, রুশ এই হামলায় আরও আটজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, শহরের একটি ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ আঘাত হানা হয়েছে। অবশ্য বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
রাশিয়ার সামরিক বাহিনী অবশ্য সর্বশেষ এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিবিসি বলছে, স্থানীয় মেয়র আন্দ্রি স্যাডোভি হামলার পর একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে আঘাত হানা ভবনের ভাঙা জানালা দেখা যাচ্ছে। অ্যাপার্টমেন্ট ভবনটি চারতলা বলে মনে হচ্ছে। এছাড়া মেয়রের পোস্ট করা ওই ফুটেজে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষও দেখা গেছে।
ছোট এক ভিডিও বার্তায় মেয়র বলেছেন, হামলায় অনেক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে – ৫০ টিরও বেশি। এছাড়া এই হামলায় প্রায় ৫০টি গাড়িও ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
স্যাডোভি বলেছেন, কিছুক্ষণ আগে ধ্বংসস্তূপ থেকে দুজনকে বের করা হয়েছে। তবে উদ্ধারকারী দল এখনও তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
এদিকে কোজিটস্কি বলেছেন, রাশিয়ার ‘মূল লক্ষ্য হচ্ছে ইউক্রেনের জনগণকে ধ্বংস করা’। তার ভাষায়, ‘তবে আমরা জিতব।’
রাশিয়া গত কয়েক মাস ধরে ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে মারাত্মক হামলা চালিয়ে আসছে। রুশ এসব অস্ত্র প্রায়শই বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ব্যাপক ব্ল্যাকআউট সৃষ্টি করে।
শুধুমাত্র গত সপ্তাহে ইউক্রেনের রুশ-অধিকৃত অংশের নিকটবর্তী পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কে একটি রেস্তোরাঁ ও শপিং সেন্টারে হামলার ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হয়।
এছাড়া ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে প্রধান ফ্রন্ট লাইন থেকে শত শত কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও লভিভ বারবার রাশিয়ান হামলার শিকার হয়েছে। এর আগে গত ২০ জুন রাশিয়ার ড্রোন হামলায় লভিভ শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।