চীনের দক্ষিণ-পশ্চিমঞ্চলে বৃষ্টি-ভূমিধসে ১৫ মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমঞ্চলে দেখা দিয়েছে প্রবল বর্ষণ ও ভূমিধস। টানা বৃষ্টিতে নাকাল জনজীবন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বুধবার জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও চারজন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সিনহুয়া জানায়, গত সোমবার থেকে শুরু হওয়া মষুলধারে বৃষ্টিতে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ পশ্চিম চংকিং পৌরসভায় ১৫ জন মারা গেছেন।
মঙ্গলবার মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের বিশাল অংশজুড়ে সৃষ্ট দুর্যোগের জন্য সতর্কতা জারি করে প্রশাসন। এর মধ্যেই হতাহতের বিষয়টি সামনে এলো।
দুর্যোগপূর্ণ এলাকায় জনগণের সুরক্ষায় সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
শি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। জনগণের নিরাপত্তার পাশাপাশি সম্পদ রক্ষা করতে হবে। যতটা সম্ভব ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে।
আকস্মিক বন্যায় গুরুত্বপূর্ণ পথ-ঘাট তলিয়ে চলা ফেরায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। এদিকে পার্শ্ববর্তী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে প্রবল বর্ষণের কারণে ৪ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি অবনতি হওয়ায় ৮৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এই সপ্তাহে কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।