যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গোলাগুলি, নিহত ৪
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে গোলাগুলির এক ঘটনায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সোমবার রাতের এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ‘বন্দুকের গুলিতে বেশ কয়েকজন হতাহত’ হয়েছেন বলে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি।
ফিলাডেলফিয়া ইনকোয়ায়ররের ভাষ্য অনুযায়ী, গুলির শব্দ হওয়ার প্রায় ১০ মিনিট পর স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে পুলিশ কর্মকর্তারা জানান, তারা ব্যালেস্টিক ভেস্ট পরা একজন পুরুষকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছেন। একটি সরু গলি থেকে একটি রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
ইনকোয়ায়রর ও ফিলাডেলফিয়ার টেলিভিশন চ্যানেল ডব্লিউপিভিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধদের মধ্যে দু’জন কিশোরও আছে, কিন্তু তাদের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের (৪ জুলাই) আগের রাতে ফিলাডেলফিয়ার দক্ষিণপশ্চিম অংশের কিংসেসিংয়ে এই বন্দুক সহিংসতা শুরু হয়।
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, একটি চৌরাস্তার পাশে পুলিশের অনেকগুলো গাড়ি দাঁড়ানো, অন্ধকারে সেগুলোর আলো জ্বলছে-নিভছে আর রাস্তার একটি অংশ হলুদ ও লাল ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এ ঘটনার একদিন আগে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে আরেকটি গুলির ঘটনায় ২ জন নিহত এবং ২৮ জন আহত হয়।