সুইডেনে রোলারকোস্টার দুর্ঘটনায় নিহত ১, আহত ৯
স্ক্যান্ডেনেভিয়ান দেশ সুইডেনে রোলারকোস্টার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
রোববার (২৫ জুন) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি অ্যামিউজমেন্ট পার্কে রোলারকোস্টার দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সুইডেনের রাজধানীর গ্রোনা লুন্ড বিনোদন পার্কে রোলারকোস্টার দুর্ঘটনায় একজন নিহত এবং শিশুসহ নয়জন আহত হয়েছেন বলে পার্কের প্রতিনিধিরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পার্কের জেটলাইন রোলারকোস্টারটি একটি রাইডের সময় আংশিকভাবে লাইনচ্যুত হয় এবং এর ফলে লোকজন মাটিতে আছড়ে পড়ে।
অ্যামিউজমেন্ট পার্কের প্রধান নির্বাহী জ্যান এরিকসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজ গ্রোনা লুন্ডে শোকের দিন। আমরা জেটলাইন রোলারকোস্টারে অতি গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হয়েছি। দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং নয়জন আহত হয়েছেন।’
রয়টার্স বলছে, দুর্ঘটনার পরপরই ওই পার্কে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও একটি হেলিকপ্টার আসতে দেখা গেছে এবং এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত নয়জন ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন।
এরিকসন বলেছেন, ‘গ্রোনা লুন্ডে এরকম কোনো দুর্ঘটনা ঘটনা উচিত নয়, তবুও এটি ঘটেছে’। পুলিশি তদন্তে সহায়তা করার জন্য ১৪০ বছর বয়সী পার্কটি কমপক্ষে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
পার্কের মুখপাত্র বলেন, রাইড চলাকালীন সামনের অংশটি আংশিকভাবে লাইনচ্যুত হওয়ার সময় রোলারকোস্টারে ১৪ জন ছিলেন। দুর্ঘটনার পর সেটি ট্র্যাকের মাঝামাঝি স্থানে থামে এবং সেসময় বাহনটির একটি অংশ ঝুঁকে ছিল।
রয়টার্স বলছে, গ্রোনা লুন্ড হলো সুইডেনের রাজধানী স্টকহোমের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এই পার্কের চারপাশে বেশ কয়েকটি জাদুঘরও রয়েছে। ইস্পাত-ট্র্যাকের জেটলাইন রোলারকোস্টার ৯০ কিমি পর্যন্ত গতিতে এবং ৩০ মিটার (৯৮ ফুট) উচ্চতায় পৌঁছাতে পারে।
প্রতি বছর ১০ লাখেরও বেশি পর্যটক এটাতে আরোহী হয়ে থাকেন বলে বিনোদন পার্কটি তার ওয়েবসাইটে উল্লেখ করেছে।
সুইডেনের সংস্কৃতিমন্ত্রী প্যারিসা লিলজেস্ট্র্যান্ড বলেছেন, দুর্ঘটনার খবর বোধগম্য নয়। টিটি নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে লিলজেস্ট্র্যান্ড বলেছেন, ‘দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশাপাশি তাদের পরিবার ও প্রিয়জনদের জন্য আমার সমবেদনা।’