পূর্বাঞ্চলে প্রবল লড়াই, বাখমুতে অগ্রগতির দাবী ইউক্রেনের
রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অঘোষিত পাল্টা আক্রমণে বাখমুতের কাছের কয়েকটি ফ্রন্টলাইনে বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভেতি।
শনিবার (১০ জুন) তিনি দাবি করেছেন, ‘২৪ ঘণ্টায় পূর্বের এই শহরটির কাছে ১ হাজার ৪০০ মিটার পর্যন্ত অগ্রসর হয়েছে আমাদের সেনারা।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর সবচেয়ে রক্তক্ষয়ী এবং দীর্ঘতম যুদ্ধের পর গত মাসে পুরোপুরি দখল হয়ে যায় বাখমুত। কৌশলগত শহরটি পুনরুদ্ধারে গত কয়েকদিন হলো অভিযানে নেমেছে ইউক্রেনীয় যোদ্ধারা।
এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভেতি শনিবার বলেন, ‘শত্রুদের ওপর হামলা চালাতে আমরা পাল্টা আক্রমণ শুরু করেছি। বিভিন্ন ফ্রন্টের এক হাজার ৪০০ মিটার পর্যন্ত অগ্রসর হয়েছি।’
এই কর্মকর্তা আরও দাবি করেছেন, ‘রুশ বাহিনী নিজেরাই আমাদের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাতে তারা সফল হয়নি।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, হামলায় অনেক রুশ সেনা নিহত ও আহত হয়েছে। ওই এলাকায় ব্যাপক সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছি আমরা।
কিন্তু পূর্বের রণাঙ্গণের সবশেষ কেমন পরিস্থিতি, এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দুই দেশের বাহিনীর মধ্যে শুক্রবার (৯ জুন) প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সূত্র: আল জাজিরা, রয়টার্স