অগণিত কলম সৈনিক নির্ঘুম রাত জেগে জেগে
কলমের ফলায় চাষ করে যাচ্ছে
আমার-আপনার আবাদী জমি।
কখনো দুঃখ, কখনো কস্ট, কখনো বা
প্রিয়তমার মাধুরী মেশানো ডাক
উপেক্ষিত হয়েছে তাঁর শানিত কলমে।
দেখ,
আমরা কি স্বার্থবর!
কাবুলীওলাদের মতো আমরা কেবল
রস আস্বাদন করে, ছুঁড়ে দিয়েছি অবহেলার যাবপাত্রে।
তার পরও দাবি নেই, ক্ষোভ নেই, নেই অভিমান,
ত্যাগের ব্রতে দীক্ষিত এই শব্দ কারিগরদের।
ভগবানের কাছে কি চাইবো?
দীর্ঘায়ু কামনা, অর্থ-বিত্ত? যশ-খ্যাতি?
না!
তাঁর চরণে, যজ্ঞ নিবেদন
শতায়ু হোক কলমের তীব্র গতি;
স্তিমিত না হোক আমাদের পথ চলা।