খোকার বুকে হামলে পড়ে
গুলি চালায়, ঠিক?
ঘৃণার থুতু ছুঁড়ে দিয়ে
ধিক্কার জানাই, ধিক!
বোমা ছোঁড়ে, রকেট ছোঁড়ে
ওড়ে ঘরের চালা,
এসো হে ভাই পথে নামি
হাতে ঘৃণার ডালা।
নীরব কেন মোড়লগুলো?
চোখে কেন ঠুলি?
থাকিস না আর চুপটি করে
থামা বোমা, গুলি।
বিশ্ব বিবেক জেগে ওঠো
মরো না আর লাজে,
পিঁপড়ের মতো মানুষ মারা
সভ্য বিশ্বে সাজে?
লেখক: আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বসবাসরত।