আলো অন্ধকার
সেদিন হঠাৎই খুঁজে পেলাম
হলুদ রঙের এক নির্ভেজাল দুপুর
কার্নিশে যখন বৃষ্টির ফোঁটাগুলো জানলার গরাদে, তখন আমি
কাকভেজা হয়ে ব্যালকনির ওপারে
ছাই রঙের ঘোলাটে আকাশটা
যেন ঐশ্বরিক চুম্বন
স্মৃতির চাদর থেকে
হঠাৎই খুঁজে পেলাম
অলৌকিক আলো
ঘুঘু পাখির মত অবিরাম
ডেকে যাওয়া শৈশবের সুগন্ধ
তবু অনন্ত আকাশ পথের
অলিগলিতে
আতরের গন্ধ নিতে অপেক্ষায় থাকে গোলাপি রঙের
ব্যাডমিন্টন উৎসব
বসন্ত টুর্নামেন্ট
হারিয়ে যাওয়া সভ্যতার পথ ধরে
হঠাৎ পাওয়া হলুদ দুপুরটা
টানটান উত্তেজনায় থ্রিলার যেন
লুকোচুরি খেলার গোধূলি
কুড়িয়ে পাওয়া বকুল গন্ধ
চাঁদের চিলেকোঠায়
জোনাকির সঙ্গে এক্কাদোক্কা
ভালবাসা
ভালবাসার চেয়ে ঢের সুখ ভাল না বাসায়
প্রেমের দরকষাকষি অহরহ,
ভাল না বাসা ঠিক যেন দুপুরের নিশ্চিন্ত ঘুম
যেন মায়ের ডাকে পড়ন্ত বিকেলে খেলাশেষে ঘরের ছেলের ঘরে ফেরা।
একবার ভালবেসে দেখো
সন্দেহের তেলাপোকা, হিংসা, দ্বিচারিতা ও ছলনার ঘুণপোকাগুলো কামড়ে ধরছে
কণ্ঠা ও বিশ্বাসে।
ভাল না বাসলে চামড়া টানটান থাকে; কোনও টোনার লাগে না
ঘাটতি পড়ে না ভালবাসায়।
ভ্যালেন্টাইন ডে
কাল ভ্যালেন্টাইন্স ডে মনে আছে তোমার?
কিভাবে অভিবাদন জানাবে প্রিয়তমাকে?
প্রিয়তমার চেয়েও কেউ প্রিয় আছে? বলেছিলে প্রিয়তমা ছাড়া পৃথিবী নাকি খাঁ খাঁ করে
অথচ আগেই চলে গেছে রোজ ডে
তার আগে প্রপোজ ডে
তারও আগে হাগ ডে, কিস ডে কত কি কিংবা আরও কত কিছু
এখন এত যে স্পেশালের ছড়াছড়ি
চোখে পড়েনি কি কিছুই
তোমার গোলাপ বাগানের লাল
অথবা সাদা বা হলুদ
কোনও গোলাপই তো আসেনি আমার খোঁপায়
নিদেন পক্ষে হাতের আঙুলে
আসেনি কোনও প্রেম নিবেদনের আকার ইঙ্গিতও
পাইনি একটিও রডোডেনড্রনমাখা ভোর
না, এখনও আসেনি নীলখামে ভরা কোনও দীর্ঘ চুম্বন
বা প্রেমের কবিতার উত্তপ্ত কোনও দুপুর।
রাত বারোটা বেজে গেল
কই কই, এখনও তো ঢুকল না স্বপ্নিল বার্তা
প্রেমদিবসের রঙিন মাছগুলো স্ক্রিনের দেওয়াল ছুঁয়ে চারিদিকে ঘুরছে
আমার দেওয়ালে হেলান দিয়েছি আমি
সাদা চুন সর পলেস্তারা খসে পড়েছে
অপেক্ষা গুণতে গুণতে
সত্যি তুমি ভালবাসো তো?
নাকি প্রেমিকের ভান?
আমি তো ভেবেছিলাম প্রেমিকের মতো
এখন দেখছি, তুমি সত্যি প্রেমিক!
নির্বাক বসন্ত বাতাসে ভেসে বেড়াচ্ছে
আজও?
পুতুলও কখনও
যখন শুধু কান্না পাবে
ঠিক তখনই তোমার লেপের তলায় ঢুকে যাব পোষা বেড়ালের মতো।
তুমি আমার কান্না মুছিয়ে দেবে
চুলে বিলি কেটে দেবে
অভিমানে ভেঙে পড়া ঠোঁটে চুমু এঁকে দেবে।
কান্না ধুয়ে গেলে আবার ঢুকে পড়ব তোমার সাজানো ড্রয়িং রুমে
সেন্টার টেবিলের পাশে, শো কেসে
সত্যি বলো
সত্যি করে বলো তো কোনও দিন বাদুড় ঝোলা হয়ে এসেছ আমার কাছে?
নাকি বাদুড়ের ভাইরাস নিয়ে ঢুকে পড়েছ আমার ভেতরে?
কোনও দিন কাউকে কি বলোনি
বাহারি মেজাজ
পান থেকে চুন খসলেই….
রঙচটা দেওয়াল
আসলে সীতার মত অগ্নিপরীক্ষা নয়
তার থেকেই বেশি কোনোও আগুন
নিয়ে খেলতে খেলতে
পরীক্ষার রুটিন মাফিক
অগ্নিপরীক্ষা দিয়েছি যুগের পর যুগ
কেউ রাখেনি খবর
হাজার বসন্ত পেরিয়ে গেলেও
তুমি বোঝনি এখনও
রামায়ণও আপেক্ষায় থাকে
শতকের পর শতক
ভুলেও না
আমাদের প্রেমের কথা কি কাউকে জানিয়েছ?
সরল মনে বলে ফেলেছ, ‘পাগলের মতো ভালবাসি ওকে’
বেশি জানাজানি হলে প্রেম তখন কাদা হয়ে যাবে
গলে পাঁক হয়ে যাবে সব গোপনীয়তা
দোলে রং খেলার বদলে কাদা ছোড়াছুড়ি করবে অলিতে-গলিতে,
চায়ের ঠেকে।
আমাদের প্রেম রাজনীতির থেকেও বড় বিষয় হবে।
ব্যাকুল হয়েছ ভাল কথা,
বকুল গুঁজে দিচ্ছ আমার খোঁপায়
সেই ছবি আর কাউকে শেয়ার কোরো না
আমাদের চুম্বনরত সেই মুহূর্ত তখন সারা পৃথিবী দেখবে
আমাদের প্রেম নিয়ে হোলি খেলবে।
তোমার আমার ছাদে তখন চাঁদ আসবে না
থাকবে শুধু অমাবস্যার রাত।
দেখছ না কেউ অন্তর থেকে দোয়া করলে ভাবে থুথু ছেটাচ্ছে