ইলিশা-১ কূপকে বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা
বাংলাদেশের ভোলার ইলিশা-১ কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে, যেখান থেকে আগামী ২৫ বছর সরবরাহ পাওয়া যাবে।
ইলিশা-১ কূপকে সোমবার বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি জানান, নতুন এই কূপে মজুদ প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস তোলা যাবে। সেই হিসাবে ২৫ থেকে ২৬ বছর গ্যাস ক্ষেত্রটি থেকে গ্যাস পাওয়া যাবে।
চলমান গ্যাস সংকটের মধ্যে এটাকে একটা ‘বড় সুখবর’ হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী।
ইলিয়া-১ এ মজুদ গ্যাসের আনুমানিক দাম ২৬ হাজার কোটি টাকার বেশি বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, ভোলার তিনটি গ্যাসক্ষেত্র শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশায় মোট ২ দশমিক ২৩ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে।
১৯৯৩-৯৪ সালে ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুর ক্ষেত্রে প্রথম গ্যাস আবিষ্কৃত হয়। ভোলায় মোট ৩টি গ্যাসক্ষেত্রে নয়টি কূপ রয়েছে। এগুলোর মধ্যে বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুরে ছয়টি, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে দুটি এবং ইলিশায় একটি।
ইলিশার নতুন কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন এরই মধ্যে সফলভাবে সম্পন্ন করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স।
বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন এর আগে জানিয়েছিলেন, ইলিশায় মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান মেলে।