এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ মৃত্যু
এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলনের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মৃতদের সবার বয়স ১৮-র বেশি, তাদের মধ্যে দুইজন নারীও আছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলার সময় এই পদদলনের ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গেইট বন্ধ হয়ে যাওয়ার পরও বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামটিতে ঢোকার চেষ্টা করলে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়।
যে কারণে শুরু হওয়ার ১০ মিনিট পরই আলিয়েনজা ও ফাসের মধ্যকার খেলাটি স্থগিত হয়ে যায়। এই দুই দল এদিন প্রিমিয়ার ডিভিশনের কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের দেওয়া ফুটেজে স্টেডিয়ামের প্রবেশপথে থাকা ব্যারিকেড সরাতে সমর্থকদের চেষ্টার দৃশ্য দেখা গেছে।
কী ঘটেছে তার ‘বিস্তৃত তদন্তে’ নামছে পুলিশ, বলেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
“যারাই দায়ী হোক, তাদের ছাড়া হবে না,” টুইটারে এমনটাই বলেছেন তিনি।
বুকেলের প্রেস সেক্রেটারির অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া জরুরি বিভাগের লোকজন এখনও সেখানে আছে। আহত দুইজনের অবস্থা গুরুতর, তাদেরকে স্যান রাফায়েল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি জানিয়েছেন, কাছাকাছি হাসপাতালগুলো থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন তারা; আহতদেরকে বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
সালভাদর ফুটবল ফেডারেশন এক সংক্ষিপ্ত বিবৃতিতে পদদলনের ঘটনায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।