বাখমুতের প্রধান রুটের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইউক্রেনের
বাখমুতের প্রধান সরবরাহ রুটের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র সের্হি চেরেভাতি শনিবার এ দাবি করেন।
তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে রাশিয়ানরা ‘রোড অব লাইফ’ দখলে রাখার দাবি করে আসছিল। হ্যাঁ এটা শক্ত চ্যালেঞ্জের ছিল। তবে প্রতিরক্ষা বাহিনী রাশিয়ানদের সেখান থেকে হটিয়ে দিয়েছে।
বাখমুত এবং নিকটবর্তী শহর চাসিভ ইয়ারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাস্তা ‘রোড অব লাইফ’। বাখমুতের দখল নিতে রুশ বাহিনী ১০ মাস ধরে চেষ্টা করছে। দীর্ঘদিন চলা যুদ্ধে এক সময়ে যে শহরটিতে ৭০ হাজার মানুষের বাস ছিল সেটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
ইউক্রেন যুদ্ধে বাখমুত শহরের গুরুত্ব অনেক। রুশ সেনারা যদি শহরটির দখল নিতে পারে তবে পূর্ব ইউক্রেনের অন্যান্য শহরে হামলা চালানো সহজ হবে মস্কোর জন্য।
অন্যদিকে যে কোনও মূল্যে বাখমুতকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে কিয়েভ।
সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি বাখমুতের পতন হয় তবে রুশ সেনাদের পরবর্তী টার্গেট সম্ভবত চাসিভ ইয়ার শহর হবে।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার তথ্য অনুসার, বাখমুতের ৯০ শতাংশ মানুষ পালিয়েছেন। কয়েক হাজার বাসিন্দা রয়েছেন যারা প্রতিদিন গোলাগুলি প্রত্যক্ষ করছেন। বাখমুতের প্রকাশিত ছবি ও ভিডিওতে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরিখা যুদ্ধের কথা।
অনেক বিশ্লেষক বলছেন, কৌশলগত বিচারে বাখমুতের গুরুত্ব খুব সামান্য। কিন্তু তবুও তারা মনে করেন, পুরো ডনবাস অঞ্চল দখলের লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া শহরটিকে ব্যবহার করবে।
সূত্র: সিএনবিসি