বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। আজ বুধবার (১২ই মে) আনুমানিক রাত ৯টার সময় নগরীর দক্ষিণ আলেকান্দার কাজী বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পুলিশ ও স্থানীয় কাউন্সিলর যাওয়ার পরওবৃদ্ধা মা রিজিয়া বেগমকে (৬৬) ঘরে ঢুকতে দেননি মেয়ে দেলোয়ারা বেগম।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে রিজিয়ার বড় মেয়ে দেলোয়ারার সঙ্গে তার ছোট মেয়ে কানাডা প্রবাসী উম্মে সালমার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েক বছর আগে ঐ জমিতে দুই কক্ষের একটি বাড়ি নির্মাণ করা হয়। ৩ দশমিক ৫ শতাংশ জমির মধ্যে ২ দশমিক ৫ শতাংশ সালমার এবং ১ শতাংশ দেলোয়ারার। দুই কক্ষের বাড়িটির একটি ঘরে দেলোয়ারা তার দুই ছেলে নিয়ে বাস্করেন। পাশের অপর কক্ষে থাকেন মা রিজিয়া।
তারা আরও জানান, সম্প্রতি বোনের সঙ্গে দ্বন্দ্বের কারণে মা রিজিয়ার সঙ্গেও মনোমালিন্য রয়েছে দেলোয়ারার। এ নিয়ে রিজিয়া বেগম থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। অবশেষে বুধবার রাতে তাকে ঘর থেকে বের করে দিয়েছে দেলোয়ারা। স্থানীয় কাউন্সিলর ও পুলিশ যাওয়ার পরও সমাধান হয়নি। বর্তমানে রিজিয়া বেগম প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।
রিজিয়া বেগম জানান, তিনি ছোট মেয়ের জায়গায় থাকেন। সেই জায়গাও দখল করতে চান বড় মেয়ে দেলোয়ারা। এইটা নিয়ে তিনি দ্বিমত করায় তাকে অত্যাচার শুরু করে। আজকে ঘর থেকেই বের করে দিয়েছে।
কাউন্সিলর মেহেদী পারভেজ আবির জানান, জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বটি দীর্ঘদিনের। ঈদের পর সেখানে তার থাকার ব্যবস্থা করা হবে।
বরিশাল কোতোয়ালী মডেল থানার সহকারি উপপরিদর্শক রুমা বেগম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখেছি এটি পারিবারিক দ্বন্দ্ব। আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে অথবা স্থানীয় সালিসের মাধ্যমে সমাধান করা হবে।’