কক্সবাজারে ভাসতে থাকা নৌকা থেকে ১০ লাশ উদ্ধার
বাংলাদেশের কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান নৌকা থেকে ১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) সকাল থেকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, দুই-তিন সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে।
ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এ পর্যন্ত ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।
এদিকে স্থানীয় জেলেদের দাবি, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরার নৌকায় একদল ডাকাত হামলা চালিয়েছে। ডাকাত দল লুটপাট করে জেলেদের খুন করেছে।
শনিবার কক্সবাজারের নাজিরারটেকের একদল জেলে সাগরে ভাসতে থাকা নৌকাটি কূলের কাছাকাছি নিয়ে আসে।
কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ট্রলারের ভেতরে থাকা লাশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে নৌকায় হামলা চালায় ডাকাতরা।