কক্সবাজারের মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী আলতাফ বাহিনীর আলতাফের নেতৃত্বে নিজের সন্তানকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছে নিহতের মা, ভাই-বোনসহ আরও চার জন।
সোমবার (১০ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার দায়ে অভিযুক্ত আলতাফ হোসেন ও তার ছেলে টিপুকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, নিহত মো. জোবাইর (৩৫) আলতাফের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ ছেলেকে জবাই করে হত্যা করলো নিজ পিতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা আলতাফ হোসেনের নেতৃত্বে তার ভাই ও অপর স্ত্রীর সন্তানসহ ৮-১০ মুখোশ পড়া দুর্বৃত্ত ঘুমন্ত অবস্থায় হাত-পায়ের রগ কেটে জোবাইরকে হত্যা করে। এসময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর ও জখম করে হামলাকারীরা। এক পর্যায়ে আহতদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে এবং সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাম মো. জোবাইরকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের মধ্যে নিহতের ভাই মো. ফয়সাল (২৮) বোন জুনু বেগম (৪০) মা জান্নাত বেগম (৬০) ও ভাগ্নি শামিমা (১৬) অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে পিতার নেতৃত্বে হামলা চালিয়ে ছেলেকে খুন করা হয়।