যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৮ হাজার গরুর

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৮ হাজার গরুর

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের ডিমিট শহরের কাছে সাউথ ফোর্ক ডেইরিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। খামার কর্তৃপক্ষ ধারণা করছে, কারখানার যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাস জ্বলে উঠে এ বিস্ফোরণ ঘটেছে।

যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৮ হাজার গরুর
টেক্সাসের একটি ডেইরি ফার্মে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। ছবি: টুইটার

স্থানীয় শেরিফের কার্যালয় বলেছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে তার খামারটিতে আগুন লাগার খবর পান। এরপর পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা গিয়ে এক ব্যক্তিকে খামারে আটকা পড়া অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন ও ধোঁয়ার কারণে কতটি গরু মারা গেছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থানীয় সরকারি অফিস বলেছে, আনুমানিক ১৮ হাজার গরু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

- বিজ্ঞাপন -

শেরিফ সাল রিভেরা স্থানীয় সংবাদমাধ্যম কেএফডিএকে বলেছেন, এখনো কিছু গবাদিপশু আহত অবস্থায় বেঁচে আছে। তাদের উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরণের ব্যাপারে তিনি বলেন, সম্ভবত খামারের ভেতরের একটি যন্ত্র উত্তপ্ত হয়ে গিয়েছিল এবং সেটি মিথেন গ্যাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। এরপর ব্যাপক বিস্ফোরণ হয়ে সারা খামারে আগুন ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৮ হাজার গরুর
বিস্ফোরণের পর ধোঁয়া বের হচ্ছে। ছবি সংগৃহীত

বিবিসিতে পাঠানো এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসিভিত্তিক প্রাণী কল্যাণ ইনস্টিটিউট বলেছে, যদি ১৮ হাজার গবাদিপশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়, তবে বলতে হবে, এ বিস্ফোরণটি ২০১৩ সালের পর কোনো খামারে ঘটা সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা।

প্রাণী কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী নীতিনির্ধারক অ্যালি গ্রেঞ্জার বলেছেন, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রাণী খামারে আগুন লেগে ৬০ লাখেরও বেশি প্রাণী মারা গেছে। এর মধ্যে শুধু মুরগি মারা গেছে ৬০ লাখ এবং গরু মারা গেছে ৭ হাজার ৩০০ টি।

যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৮ হাজার গরুর
গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। ছবি সংগৃহীত

এ ছাড়া ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৩০ লাখ প্রাণী আগুনে পুড়ে মারা গেছে, যার মধ্যে ১০ লাখ ৭৬ হাজার মুরগি রয়েছে।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!