পঁচিশে বৈশাখের কথা
– কবি অমিতা মজুমদার
সেদিন হয়তো আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয়েছিল,
রাতের অন্ধকার চিরে হাজার তারার আলো জ্বলেছিল।
বাতাস বয়ে এনেছিল সমুদ্রে উত্থিত শঙখের নিনাদ,
বনে বনে গুঞ্জরিত হয়েছিল পাখির কলতান।
প্রকৃতি সেজেছিল আপন আনন্দে,
শ্বেত শুভ্র কুন্দ কামিনী জুঁই মল্লিকা সবাই এসেছিল ।
দিতে অর্ঘ আপনারে তাঁর করপল্লবে।
মেঘমল্লার গুমরি গুমরি জানিয়েছিল অভিবাদন,
দীপালোকে আর ধূপের গন্ধে ভরেছিল তাঁর চারিপাশ।
সেই যে এক পঁচিশে বৈশাখে,
জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মেছিল বাংলার রবি।
বিশ্বের কবি রবীন্দ্রনাথ।