করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং আসন্ন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঢল ঠেকাতে আগামীকাল রবিবার (৯ মে) থেকে ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বিজিবি।
বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকেই কিছু সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার (৮ মে) বিকেলে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বিজিবি মাঠে নামার বিষয়টি জানান। বিজিবির ৩ টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লা, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে বলে জানান তিনি।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত এবং পাটুরিয়া ঘাট এলাকায় ফেরী বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষেরা ভোগান্তি পড়েছে। গতরাতের নৌ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ ভোর ৬টা থেকে সব ধরণের ফেরী চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স পারাপার হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়ে কাজ করছি। রবিবার থেকে ঈদ পর্যন্ত জেলা প্রশাসনের পাশাপাশি বিজিবিও জেলার তিনটি বর্ডার পয়েন্টে (বারবাড়িয়া, ধল্লা, পাটুরিয়া) মোতায়েন থাকবে। এতে করে আমরা আরো সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব বলে জানান তিনি।