ইউক্রেন জুড়ে কয়েকটি নগরীতে রাশিয়া বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। কিইভ অঞ্চলের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত ৪ জন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফর শেষের পরই ইউক্রেনে এই হামলার মধ্য দিয়ে শক্তি প্রদর্শন করছে রাশিয়া।
রাজধানী কিইভের উপকণ্ঠে রিসচিভ নগরীতে বুধবার সকালের দিকে ছাত্রদের দুটো ডরমিটরির উপরের তলায় হামলায় কয়েকজন আহত হয়েছে।
তাদের মধ্যে ১১ বছরের এক বালক রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। ইউক্রেইনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ডরমিটরি ভবনের ধ্বংস্তুপে চারজন নিখোঁজ রয়েছে। তিনতলা একটি হাইস্কুল ভবনেও ড্রোন হামলা হয়েছে।
ওদিকে, দক্ষিণাঞ্চলীয় ওদেসা নগরীতে রাশিয়ার হামলায় তিনজন আহত হয়েছে এবং একটি মঠ এলাকায় তিনতলা ভবনে হামলা হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝিতোমির অঞ্চলেও ড্রোন হামলা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ২০ টিরও বেশি ‘ঘাতক ড্রোন’ হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র এবং গোলাও ছুড়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফর শেষের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবারই যখন কেউ মস্কোয় শান্তি শব্দটি শোনার চেষ্টা করে ততবারই হামলা শুরুর আরেকটি নির্দেশ দেওয়া হয়।
বিবিসি জানায়, মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “চীনের ১২ দফা শান্তি পরিকল্পনার বেশ কয়েকটি শর্তই ইউক্রেইন সংঘাত সমাধানের ভিত্তি হিসাবে ধরে নেওয়া যেতে পারে, যখন পশিচমারা এবং কিইভ সেটির জন্য প্রস্তুত থাকবে।”
চীনের এই শান্তি পরিকল্পনায় রাশিয়া বাহিনীকে ইউক্রেনের সার্বভৌম ভূখন্ড ছেড়ে যাওয়ার কোনও প্রস্তাব দেওয়া হয়নি বা খোলাখুলিভাবে কোনও আহ্বানও জানানো হয়নি।