ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি: ১৭ বাংলাদেশি উদ্ধার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি উদ্ধার হয়েছে ১৭ বাংলাদেশি

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী সর্বশেষ নৌকাডুবির পর গতকাল সোমবার ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন। ইতালির স্থানীয় পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধার করা ১৭ জন অভিবাসীর সবাই বাংলাদেশের নাগরিক।

ইতালির সংবাদমাধ্যম নিউজওয়্যার এএনএসএ জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের ইতালির সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সবাই মূলত বাংলাদেশি।

- বিজ্ঞাপন -

ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, লিবিয়া থেকে অভিবাসীদের নিয়ে নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির দিকে যাচ্ছিল। খারাপ আবহাওয়ার কবলে পড়ে রোববার নৌকাটি ডুবে যায়। এখনো ৩০ জন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি: ১৭ বাংলাদেশি উদ্ধার
উদ্ধারের পর কাপড় পেচিয়ে দেয়া হচ্ছে। রয়টার্সের ভিডিও থেকে স্কিন শট নেয়া।

অ্যালার্ম ফোন নামের একটি দাতব্য সংস্থা অভিযোগ করে বলেছে, ‘দুর্ঘটনার কবলে পড়ার পর ওই নৌকা থেকে গত শনিবার কেউ একজন আমাদের ফোন করেছিল। আমরা বিষয়টি বারবার ইতালির কোস্ট গার্ডকে জানালেও তারা সময়মতো উদ্ধারকর্মীদের সেখানে পাঠায়নি।’

ইতালির উপকূলরক্ষীরা বলেছে, নৌকাডুবির ঘটনাটি ইতালীয় অনুসন্ধান ও উদ্ধার সীমানার (এসএআর) বাইরে ঘটেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, নৌকাডুবি এড়াতে যথাসাধ্য চেষ্টা করছে ইতালির কর্তৃপক্ষ।

মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস নামের অপর এক অলাভজনক সংস্থা বলেছে, নৌকাটি লিবিয়ার বেনগাজি বন্দর থেকে প্রায় ১১০ মাইল উত্তর-পশ্চিমে ডুবে গেছে। অন্যদিকে জার্মানির অলাভজনক সংস্থা সি-ওয়াচের শেয়ার করা একটি টেলিফোন কথোপকথন থেকে জানা গেছে, ওই সময়ে বেনগাজি থেকে পাঠানোর মতো কোনো টহল নৌকা ছিল না বলে লিবিয়ান জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের একজন ডিউটি অফিসার বলেছিলেন।

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি: ১৭ বাংলাদেশি উদ্ধার
উদ্ধারের পর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। রয়টার্সের ভিডিও থেকে স্কিন শট নেয়া।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ইতালির দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্যালাব্রিয়ার কাছে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে।

- বিজ্ঞাপন -

এদিকে সময়মতো উদ্ধারকারীদের না পাঠিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইতালি সরকার। গত বছরের অক্টোবরে অভিবাসীদের ইতালি আসা ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে ইতালির বর্তমান ডানপন্থী সরকার।

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি: ১৭ বাংলাদেশি উদ্ধার
উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের ইউরোপে পৌঁছানোর হার ব্যাপক বেড়েছে। ছবি সংগৃহীত

কিন্তু সরকার ক্ষমতায় বসার পর ঘটেছে উল্টো ঘটনা। ইতালিতে অভিবাসনপ্রতাসীদের আগমন বেড়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি অভিবাসী সমুদ্রপথে ইতালিতে গেছেন। গত বছরের এই সময়ে সংখ্যাটি ছিল মাত্র ৬ হাজার ১৫০। মাত্র এক বছরের ব্যবধানে ইতালিতে অভিবাসীদের যাওয়া বেড়েছে প্রায় তিন গুণ। শুধু ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত মাত্র তিন দিনে সাড়ে ৪ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!