মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোট নয়জনের বাড়ি বরিশাল বিভাগে এর মধ্যে ছয়জনের বাড়ি বরিশাল জেলায় এক জন ঝালকাঠী ও দুই জন পিরোজপুর জেলায়।। নিহতের মধ্যে চারজন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয়রা।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম জানান, শিবচরের দুর্ঘটনায় মেহেন্দিগঞ্জের চারজন নিহত হয়েছেন, যাদের মরদেহ মঙ্গলবার ভোররাতের মধ্যেই বাড়িতে এসে পৌছেছে সকাল ১০ টায় তাদের জানাযা সম্পন্ন হয়েছে।
উলানিয়া ইউনিয়নের এক সাবেক জানান মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকী এলাকার আব্দুল মন্নান চাপরাশির ছেলে ও পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ি মনির চাপরাশি (৩৫) নিহত হয়েছেন। সে আসন্ন ঈদ উপলক্ষ্যে ঢাকায় মালামাল আনতে গিয়েছিলেন। মালামাল জাহাজে তুলে দিয়ে নিজে সড়ক পথে ফিরছিলেন।
এ দুর্ঘটনায় মৃত্যুবরণ করা বাকি তিনজন হলেন, মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি গ্রামের বাসিন্দা সাদেক ব্যাপারীর ছেলে ও উলানিয়া বাজারের আহাদ ফ্যাশনের স্বত্বাধিকারী দুই ভাই রিয়াজ হোসেন (৩৩) এবং সাইফুল ইসলাম (৩৫)। এছাড়া একই ইউনিয়নের আশা গ্রামের বাসিন্দা রত্তন হাওলাদারের ছেলে উলানিয়া বাজারের কাপড় ব্যবসায়ী সাইদুল হোসেন (২৭)।
তিনি জানান, নিহত সাইফুল মাত্র তিন মাস আগে বিয়ে করেন, আর রিয়াজের দুটি মেয়ে সন্তানও রয়েছে।
অপরদিকে অপর নিহত উলানিয়া বাজারের বোরকা’র দোকানের ব্যবসায়ী সাইফুল ইসলামও একই দুর্ঘটনায় নিহত আজাদ হোসেনের ভাইদের সাথে ঢাকায় গিয়েছিলেন।
এ দুর্ঘটনায় বরিশাল জেলায় যে আরো ২ জনের মৃত্য হয়েছে। তারা হচেছন বরিশালের বন্দর থানার তেদুরিয়া এলাকার মো. আলী আহমেদের ছেলে আনোয়ার চৌকিদার (৫০), বানারীপাড়া উপজেলার হাশেম ব্যাপারীর ছেলে আলাউদ্দিন ব্যাপারী (৪৫)। বন্দর থানা ও বানারীপাড়া পুলিশশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি নিশ্চিত করেছেন।
ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত আবদুল কুদ্দুস শিকদারের ছেলে নাসিরউদ্দিন (৪৫) এই দুর্টনায় মারা গেছেন বলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছে।
পিরোজপুর রেঞ্জের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, দুই জনের মরদেহ এখানে এস পৌছেছে বলে নিশ্চিত করেছেন। সদর উপজেলার চরখানা এলাকার মো. ওহিদুরের ছেলে বাপ্পী (২৮) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়াবুনিয়া এলাকার রঞ্জন অধিকারীর ছেলে জনি অধিকারী (২৬)
সোমবার (০৩ মে) সকাল ৬টার দিকে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় বালুবোঝাই বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা লাগে। এতে ২৬ জন নিহত হয়েছেন।