সোমাবার (৩রা মে) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব -১৪ এর সদস্যরা।
র্যাব-১৪ প্রেস রিলিজে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি দল রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সোয়া এগারো কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ মো. শামীম শেখ (৪০) নামের এক পাচারকারীকে আটক করেন। আটককৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য এক কোটি টাকার উপরে বলে জানায় র্যাব।
এ বিষয়ে র্যাব-১৪ কোম্পানি কমান্ডার সবুজ রানা জানান, আটক ব্যক্তি সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিদেশে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি পাচার করে আসছিল। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।