ইতালির উপকূলের কাছে পাথরে ধাক্কা খেয়ে একটি নৌকা বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো অভিবাসীর সংখ্যা বেড়ে অন্তত ৬০ হয়েছে, যাদের মধ্যে ১২ শিশুও রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তান, পাকিস্তান, ইরানসহ কয়েকটি দেশের লোকজনকে নিয়ে তুরস্ক থেকে যাত্রা শুরু করে নৌকাটি। উত্তাল সমুদ্রে ইতালির ক্যালাব্রিয়ার পূর্বাঞ্চলে সৈকতঘেঁষা রিসোর্ট স্তেকাতো দি কুতরোর কাছে রোববার ভোররাতে ডুবে যায় এটি।
ইতালিতে সম্প্রতি নির্বাচিত ডানপন্থি সরকার অভিবাসী উদ্ধারকারী সংস্থাগুলোর ওপর যে কড়া বিধিনিষেধ আরোপ করেছে, তার সমালোচনা করেছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা।
ক্যালাব্রিয়ার ক্যাতানজারো প্রদেশের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, নৌকা বিধ্বস্তের ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৮১ জনকে। উদ্ধার হওয়া ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের একজনকে রাখা হয় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ)।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করা ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও পিয়ানতেদোসি জানান, এখনও নৌকার ২০ থেকে ৩০ যাত্রী নিখোঁজ থাকতে পারে।
জীবিত উদ্ধার হওয়া লোকজনের ভাষ্য, নৌযানটিতে ১৫০ থেকে ২০০ জনের মতো অভিবাসী ছিল।
ইতালির পুলিশ জানায়, ডুবে যাওয়ার প্রায় চার দিন আগে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দর ইজমির থেকে যাত্রা শুরু নৌকাটি। শনিবার রাতে ইতালির উপকূল থেকে ৭৪ কিলোমিটার দূরে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স নৌযানটির অবস্থান শনাক্ত করে।
- বিজ্ঞাপন -
পুলিশ আরও জানায়, নৌকাটিকে আটকাতে টহল নৌকা পাঠানো হয়েছিল, তবে বিরূপ আবহাওয়ায় টহলদল আর সামনে এগোতে পারেনি। পরবর্তী সময়ে উপকূলজুড়ে তল্লাশি ইউনিট পাঠায় স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএনএসএর প্রতিবেদনে জানানো হয়, সৈকতে ভেসে আসা কয়েকজনের মধ্যে কয়েক মাসের শিশুও রয়েছে।
আপডেট থাকুন! সরাসরি আপনার ইনবক্সে সাময়িকীর সর্বশেষ ব্রেকিং নিউজ পাবেন।
সাইন আপ করার মাধ্যমে, আপনি সাময়িকী ব্যবহারের শর্তাবলীতে সম্মত হবেন এবং আমাদের গোপনীয়তা নীতি-এ তথ্য অনুশীলনগুলিতে স্বীকৃতি দিবেন৷ আপনি যে কোনো সময় নিউজলেটার সদস্যতা ত্যাগ করতে পারবেন।