ফ্রান্সে একটি উচ্চ বিদ্যালয়ে স্প্যানিশ একজন শিক্ষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশটির সেন্ট-জিন-ডি-লুজ শহরের রোমান ক্যাথলিক স্কুলে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ওই সময় ক্লাসে পাঠদান করছিলেন স্প্যানিশ ওই শিক্ষক। এরমধ্যেই ওই শিক্ষার্থী ছুরি নিয়ে প্রবেশ করে হামলা চালায়, জরুরি বিভাগের কর্মীরা আসার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শিক্ষক। ওই ছাত্র সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগছিল বলে খবরে বলা হয়েছে।
শিক্ষামন্ত্রী প্যাপ এনদিয়ায়ে বলেন, বিষয়টি শুনে আমি প্রচণ্ড মর্মাহত। তাদের প্রতি শোক জানাচ্ছি।
সরকারের মুখপাত্র অলিভিয়ার ভেরান জানান, হামলাকারীর বয়স ১৬ বছর। তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।