বাংলাদেশের রাঙামাটির কাপ্তাই লেকে গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কায় টুরিস্ট বোট ডুবির ঘটনায় দুই নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সোমবার জয়পুরহাট থেকে ৬৫ জনের পর্যটক দল রাঙামাটিতে আসেন। পরে তারা কাপ্তাই লেক ভ্রমণে বের হন। সারাদিন ঘোরাফেরার পর সন্ধ্যায় শহরে ফেরার পথে ডিসি বাংলাঘাট এলাকায় তাদের টুরিস্ট বোটটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারে নামেন। তবে, অন্য পর্যটকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ওই দুই নারীকে বাঁচানো যায়নি।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমানে তিন পর্যটককে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”