পূর্ব দনবাস অঞ্চলের ভুলেদার শহরে রাশিয়ান বাহিনীর ‘উল্লেখযোগ্য’ ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেছেন, ‘পরিস্থিতি খুবই জটিল…আমরা আক্রমণকারীদের ঢাল ভেঙে ফেলছি। সেখানে রাশিয়ার উল্লেখযোগ্য ক্ষতি সাধন করছি। ’
ভাষণে দনবাসের বেশ কয়েকটি শহরের কথা উল্লেখ করেন তিনি। জানান, সেখানে কয়েক মাস ধরে যে যুদ্ধটি চলছে, তার ওপর নজর রয়েছে।
জেলেনস্কি বলেন, ‘দনবাসে রাশিয়া যত বেশি ক্ষতির সম্মুখীন হবে- বাখমুত, ভুলেদার, মারিনকা, ক্রেমিন্নায়- তত দ্রুত আমরা বিজয়ের সঙ্গে এই যুদ্ধ শেষ করতে সক্ষম হবো। ’
এদিকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি হলে এর আওতায় ইউক্রেন নিজের কোনো অঞ্চল ছেড়ে দেবে না। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমনটি জানিয়েছিলেন।
তার বিশ্বাস, ইউক্রেনের সৈন্যরা যতদিন পাল্টা প্রতিরোধ চালিয়ে যেতে পারবে, ততদিন রাশিয়ার অগ্রযাত্রা বা সম্মুখ যাত্রা ঠেকিয়ে রাখা যাবে। তিনি আরও সামরিক সহায়তা দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন।