ইউক্রেনে রাশিয়ার চলা যুদ্ধে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি রুশ সামরিক ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধ পর্যবেক্ষকদের মতে, রাশিয়ার মোট ট্যাংকের প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে রুশ সামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে চলেছে গোয়েন্দা সামরিক পর্যবেক্ষণ সংস্থা অরিক্স। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, এই যুদ্ধে রাশিয়া এক হাজার ট্যাংক হারিয়েছে। এছাড়া প্রায় ৫৪৪ রুশ ট্যাংক দখল করেছে ইউক্রেন বাহিনী, ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ৭৯টি ট্যাংক এবং ৬৫ টি ট্যাংক পরিত্যক্ত।
তবে এই পরিসংখ্যানের বাইরে আরও এক হাজার ট্যাংক ধ্বংস হয়েছে বলে ধারণা করছে অরিক্স।
জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা দেশ থেকে অত্যাধুনিক ট্যাংক পাওয়ার কথা চলছে ইউক্রেনের। মস্কোর চেয়ে পশ্চিমাদের এসব ট্যাংক অনেক উন্নত ও কার্যকরী।
সামরিক বিশ্লেষক জাকুব যানোভস্কি বলেন ‘যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে প্রায় ৪ হাজার ট্যাংক ছিল।’