ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বিমান হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ শহর খেরসনে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ রাশিয়ান সেনাবাহিনী সারাদিন নৃশংসভাবে খেরসন গোলাবর্ষণ করেছে। হামলায় দুইজন নারী ও একজন নার্স আহত হয়েছেন। এখন পর্যন্ত ছয়জন আহত ও ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
গত বছরের নভেম্বরে খেরসন শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করার পর থেকে দক্ষিণ ইউক্রেনের ফ্রন্টটি যথেষ্ট শান্ত রয়েছে।
খেরসন হলো চারটি শহরের অন্যতম শহর যা রাশিয়া তাদের ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে। যদিও এই চার শহরের সব অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ নেই।
শহরগুলোর আঞ্চলিক রাজধানীতে প্রায়ই গোলাবর্ষণ হচ্ছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে।
সূত্র- আল জাজিরা