সাময়িকী.কম
বিশ্ব কবিতা উন্নয়ন ও অবদানের জন্য বাংলাদেশের কবি আমিনুর রহমান কে মঙ্গোলিয়ায় ‘হেভেন হর্স’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। মঙ্গোলিয়ার শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক ডেপুটি মিনিস্টার বি তুলগা গত ৮ জুলাই ২০১৫ উলান বাতরে নিজ কার্যালয়ে পুরস্কার প্রদান করেন। বিখ্যাত মঙ্গোলিয়ান কবি ও মঙ্গোলিয়ান একাডেমি অব কালচার অ্যান্ড পোয়েট্রির সভাপতি জি মেন্দোয়ো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমিনুর রহমানই প্রথম বাঙালি, যিনি এ পুরস্কার পেলেন। এর আগে জাপানি কবি আকিদা দাইসাকু, হংকংয়ের কবি লি কুইং, তাইওয়ানের কবি ইউসি এই পুরস্কার পেয়েছেন। পুরস্কার গ্রহণের পর কবি আমিনুর রহমান মঙ্গোলিয়ান হিস্ট্রি মিউজিয়ামে ‘বাংলা-মঙ্গোলিয়ান কবিতা পাঠ’-এ অংশ নেন। সেখানে তিনি ‘সমকালীন বাংলা কবিতার নতুন স্রোত’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন। এর পর কবিতা পড়েন আমিনুর রহমান, যার মঙ্গোলিয়ান অনুবাদ আবৃত্তি করেন কবি জে মেন্দোয়ো। মঙ্গোলিয়ান গুরুত্বপূর্ণ কবি ইয়া বাতার, জে ইউউনসিস্যাগ, এল বেটসেঙ্গিল, ডি নায়েমা, মুগি মুনখানারানসহ অনেকেই তাঁদের কবিতা পাঠ করেন।
২০০৬ সালে আমিনুর রহমানের কবিতার বই ‘হার্ট শোর’-এর মঙ্গোলিয়ান অনুবাদ বই প্রকাশিত হয় এবং তিনি চেঙ্গিস খান বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘চেঙ্গিস খান স্বর্ণ পদকে’ ভূষিত হয়েছিলেন।