হেফাজতে ইসলামের গ্রেপ্তার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার তদন্ত করতে গিয়ে সংগঠনটির ৩১৩ জন দাতার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।
সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক হিসাবেও ৬ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন
হেফাজতের সহিংসতার ঘটনায় গোয়েন্দা পুলিশ মামুনুলকে গ্রেপ্তার করে। তাকে দুইটি মামলায় ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আকতার মঙ্গলবার গণমাধ্যমকে জানান, ‘কওমি মাদ্রাসার একটি অলিখিত নিয়ম রয়েছে বেজোড় সংখ্যক স্থায়ী ডোনার হওয়া। সে হিসাবে ৩১৩ জনের একটি তালিকার সন্ধান মিলেছে।’
এসব স্থায়ী দাতা কারা, তাদের উদ্দেশ্য কী, সে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মামুনুলের একাধিক ব্যাংক হিসাবের খোঁজ পাওয়া গেছে বলেও জানান তিনি।
অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার আরও জানান, ‘আমরা (মামুনুল হক) ছয় কোটি টাকার লেনদেনের হিসাব পেয়েছি। বর্তমানে তার ব্যাংকে গচ্ছিত আছে ৪৭ লাখ টাকার মতো।’