সাময়িকী.কম
হযরত মুহাম্মদ (সাঃ) এর মহাজীবনীর উপর নির্মিত একটি ছবিতে সুর দিয়ে কয়েক দিন আগেই একটি মুসলিম সংগঠনের ফতোয়ার মুখে পড়েছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান।
মুসলিম মৌলবাদীদের এই ফতোয়াকে কেন্দ্র করে দেশ যখন বিতর্কে তোলপাড়, ঠিক সে সময়েই ‘ঘর ওয়াপসি’র ডাক দিয়ে পাল্টা মৌলবাদী হুঙ্কার ছেড়েছিলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। দুই মৌলবাদী শিবিরের বক্তব্য নিয়ে যখন সরগরম রাজনৈতিক, সামাজিক মহল, তখন একমাত্র যিনি নির্বিকার থেকেছেন, তার নাম এ আর রহমান। একবারই শুধু বলেছিলেন, কোনও ফতোয়া মানেন না, কারণ তিনি কোনও অন্যায় কাজ করেছেন বলে মনে করেন না।
সব বিতর্ককে পিছনে ফেলে রেখেই ফের কাজে ফিরলেন রহমান। টুইটারে তিনি লিখেছেন, ‘তামাশাতে আমি ফের কাজ করছি। ছবিটার সাউন্ড ট্র্যাক তৈরি। এখন মিক্সিং করছি।’ তার বিরুদ্ধে মুসলিম সংগঠনের ফতোয়ার সময় যারা তার পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ দিয়েছেন রহমান। তিনি লিখেছেন, ‘আমার সেই সব সহকর্মী, বন্ধু এবং সাংবাদিকদের ধন্যবাদ, যারা গত কয়েক দিন ধরে আমার পাশে ছিলেন। আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন।’ পরিচালক ‘তামাশা’র হাত ধরে ফের বলিউডে রহমান ম্যাজিক ফিরবে বলে আশা করছেন তার ভক্তরা।