সাময়িকী.কম
আইন সবার জন্যই সমান। বলিউড তারকারাও এর বাইরে নন। তাই তো অপরাধের অভিযোগে বিভিন্ন সময় আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাদের। এমন ক’জন তারকা-
সালমান খান: ২০০২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ফুটপাতে গাড়ি তুলে ঘুমন্ত একজন মানুষের প্রাণ নেয়ার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলিউড তারকা সালমান খানকে৷ ৬ মে ২০১৫ এই রায়ের পর আদালতে জামিনের আবেদন করা হলে সালমানের জন্য ৪৮ ঘণ্টার জামিন মঞ্জুর করা হয়৷
সঞ্জয় দত্ত: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্তের পাঁচ বছরের সাজা হয়। এর মধ্যে নব্বইয়ের দশকে প্রায় বছর দেড়েক কারাগারে কাটান তিনি। এখন বাকি মেয়াদের জেল খাটছেন সঞ্জয়।
মনিকা বেদি: ২০০২ সালে পাসপোর্ট জাল করে পর্তুগালে প্রবেশের দায়ে গ্যাংস্টার আবু সালেম সহ গ্রেপ্তার হয়েছিলেন মনিকা বেদি।
সাইফ আলি খান: ২০১২ সালে কারিনা কাপুর আর অমৃতা অরোরাকে নিয়ে মুম্বইয়ের একটি হোটেলে ডিনার করছিলেন সাইফ আলি খান। সেসময় তারা উচ্চস্বরে গল্প করতে থাকলে রেস্টুরেন্টে থাকা এক ব্যবসায়ী কর্তৃপক্ষের কাছে নালিশ জানায়। এই ঘটনায় উত্তেজিত হয়ে সাইফ ঐ ব্যবসায়ীর নাকে ঘুসি মারলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জামিন পেয়েছিলেন তিনি।
শাইনি আহুজা: ২০০৯ সালে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সশ্রম কারাদণ্ড ভোগ করেন তিনি।
ফারদিন খান: কোকেন বহনের দায়ে ২০০১ সালে তাকে রিমান্ডে নেয়া হয়েছিল। অবশ্য তাতে তিনি নির্দোষ প্রমাণিত হন।