স্পেনের একটি নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগে ব্রাজিলের ফুটবলার দানি আলভেজকে শুক্রবার (২০ জানুয়ারি) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ বাহিনী মোসোস ডি’এসকোয়াড্রার এক মুখপাত্র জানান, ৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে থানায় তলব করা হয়েছিল। সেখানে একজন বিচারক তাকে জিজ্ঞাসাবাদ করবেন।
গত ২ জানুয়ারি কাতালান পুলিশের কাছে আলভেজের বিরুদ্ধে এক নারী অভিযোগ করেন, আলভেজ তার স্পর্শকাতর জায়গায় বিনা অনুমতিতে হাত দিয়েছেন। তখন বন্ধুদের সঙ্গে ওই নারী নাইট ক্লাবে ছিলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৩০-৩১ ডিসেম্বর বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে কথিত যৌন নিপীড়নের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়ে, আলভেজের বিরুদ্ধে নারীর প্যান্টের নিচে হাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
নাইটক্লাবে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো নারীকে যৌন হয়রানি করার অভিযোগ দৃঢ়কন্ঠে অস্বীকার করেছেন দানি আলভেজ। এমনকি জানুয়ারির শুরুর দিকে অ্যান্টেনা থ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান রাইটব্যাক বলেন, অভিযোগ ওঠানো ওই নারীকে তিনি আগে কখনও দেখেননি।
দানি আলভেজ বলেন, আমি সেই জায়গায় (নাইটক্লাব) ছিলাম। অনেকের সঙ্গে মজা করে আমি ভালো সময় পার করছিলাম। সবাই জানে আমি নাচতে ভালোবাসি। সেদিনও আমি নাচছিলাম, তবে সেটা কারও ক্ষতি না করেই।