তালেবানের আশ্বাসের পর আফগানিস্তানে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কয়েকটি এনজিও। এরইমধ্যে সহায়তা কর্মসূচি শুরু করেছে একাধিক বিদেশি সংস্থা। খবর আল জাজিরা’র।
আফগানিস্তানে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মসূচি শুরু করেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি-আইআরসি, সেভ দ্য চিলড্রেন ও কেয়ার। তালেবান প্রশাসন নিশ্চিত করেছে, নিরাপদে ও বাধা ছাড়াই কাজ করতে পারবে তাদের নারীকর্মীরা।
এক ঘোষণায় দেশটির জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, নির্বিঘ্নে কাজ করতে পারবেন এনজিও’র নারীরা। গত মাসে এনজিওগুলোতে নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা দেয় তালেবান। প্রতিবাদে দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নেয় অনেক বিদেশি সংস্থা।
তারা দাবি করেন, মেয়েরা কাজ না করলে, রক্ষণশীল দেশে স্বাস্থ্যসেবা বঞ্চিত হবে নারীরা। বিপাকে পড়ে সিদ্ধান্ত বদলের ঘোষণা দেয় তালেবান সরকার। দেশটির বেশিরভাগ মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল।