কিয়েভের সঙ্গে শেষ মুহূর্তে একটি বন্দি বিনিময় কর্মসূচি বাতিল করেছে রাশিয়া। এমন অভিযোগ করেছে ইউক্রেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে যুদ্ধবন্দিদের বিষয়ে গঠিত ইউক্রেনের সমন্বয় দফতর জানিয়েছে, রুশ পক্ষের সঙ্গে বন্দি বিনিময়ের আরও একটি পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে এটি বাতিল করে দিয়েছে মস্কো।
রয়টার্সের তরফে এ বিষয়ে জানতে চেয়ে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতায়ানা মোসকালকোভার দফতরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার দফতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েক দফায় বন্দি বিনিময় করেছে দুই দেশ। শেষ দফা এই বিনিময় হয় গত ৮ জানুয়ারি।
এদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অবশেষে অত্যাধুনিক ১২টি ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আলাপকালে কিয়েভকে চ্যালেঞ্জার-২ ট্যাংকসহ অতিরিক্তি আর্টিলারি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে কিয়েভের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন। পরে টেলিগ্রামে দেওয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘এমন সহায়তা যুদ্ধে আমাদের অবস্থান জোরালো করবে। পাশাপাশি সহায়তার বিষয়ে অন্য মিত্রদেরও সঠিক বার্তা পৌঁছে দেবে।’