কৃষ্ণ সাগরের শস্য করিডোরের মাধ্যমে বিভিন্ন দেশে এক কোটি ৭০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য পাঠিয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এই করিডোর স্থাপনের অন্যতম মধ্যস্থতাকারী তুরস্ক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর পর প্রায় ছয় মাস পর্যন্ত নিজেদের কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে কোনও সামগ্রী রফতানির সুযোগ পায়নি ইউক্রেন। পরে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছায় মস্কো ও কিয়েভ। এর আওতায় কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে শস্য রফতানির সুযোগ পায় ইউক্রেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বন্দর থেকে শস্যের চালান পরিকল্পনা অনুযায়ী অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অন্তত ৬৪৩টি শস্য বোঝাই জাহাজ দেশটির বন্দর ছেড়েছে।
চুক্তির অধীনে ইস্তাম্বুলে বন্দরটি ত্যাগ করা সব জাহাজ পরিদর্শন করে তিন দেশের কর্মকর্তাদের একটি যৌথ সমন্বয় কেন্দ্র।
কিয়েভ বলছে, এ বছর তারা প্রায় ৫১ মিলিয়ন টন শস্য সংগ্রহ করতে পারে, যা ২০২১ সালের রেকর্ড ৮৬ মিলিয়ন টন থেকে ঢের কম।