নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

চাহিদাজনিত মূল্যস্ফীতির চাপ প্রশমনে আবারও নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার রেপোর সুদহার ৫.৭৫% থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর আব্দুর রউফ তালুকদার এ বিষয়ে আলোকপাত করেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, “করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেইনে সৃষ্ট সমস্যা আরও বৃদ্ধি পাওয়ায় বিশ্ব চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্যতা এখনও বিদ্যমান রয়েছে। ফলে, ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যা এখনো পূর্বাবস্থায় ফিরে আসেনি।”

“বিশ্ববাজারে সৃষ্ট মূল্যস্ফীতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে প্রত্যাশিত মূল্যস্ফীতিও বৃদ্ধি পাচ্ছে, বিধায় তা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির ৫৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ব্যাংকের ওভারনাইট রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৫.৭৫% ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৬% এবং নীতি সুদহার করিডর যৌক্তিকীকরণের উদ্দেশ্যে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক ৪% থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৪.২৫% পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। যা ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।”

- বিজ্ঞাপন -

এদিকে নতুন মুদ্রানীতি আসার আগেই অন্তত তিন বার নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ গত সেপ্টেম্বরে রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।

গত বছরের জুন মাসে ঘোষিত মুদ্রানীতিতেও রেপো সুদহার বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। আর রিভার্স রেপো হার আগের ৪% থেকে ৪.২৫% বাড়ানো হয়েছে।

ব্যাংক রেট ৪% ও বিশেষ রেপো হার ৮.৭৫% আগের জায়গাতেই রাখা হয়েছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!