ইউক্রেনজুড়ে শনিবার রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র সহায়তার আহ্বান জানিয়েছে কিয়েভ। হামলার পর নিজের নিয়মিত ভাষণে এমন আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার রাজধানী কিয়েভ ছাড়াও খারকিভ এবং ওডেসাসহ আরও বেশ কয়েকটি ইউক্রেনীয় শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে রুশ বাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ ৬৪ জন। ভবনটির বেশ কয়েকটি তলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হামলার পর নিজের নিয়মিত ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা প্রতিটি ব্যক্তির জন্য, প্রতিটি প্রাণের জন্য লড়াই করছি।’