বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার ছয় রোহিঙ্গা নাগরিক তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পে ফিরেছেন।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই ৬ রোহিঙ্গা নাগরিকের ক্যাম্পে ফেরার তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হাকিমের ছেলে মো. ফরোয়াস (২০) ও মো. জুহার (৩০), মোহাম্মদ ইসলামের ছেলে মো. নূর (৩৫), আবুল হোসেনের ছেলে নুরুল হক (৩০), ইউসুফের ছেলে জাহিদ হোসেন (৩৫) এবং আব্দুস সালামের ছেলে মো. ইদ্রিস (১৯)।
সম্প্রতি টেকনাফে স্থানীয় ৪ কৃষক অপহরণের শিকার হয়েছিলেন। পরে সাড়ে ১৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এই ৬ রোহিঙ্গা নাগরিকের অপহরণের ঘটনা ঘটলো।
ওসি আব্দুল হালিম বলেন, “রোহিঙ্গা নাগরিকেরা বিভিন্ন কাজে ক্যাম্পের বাইরে গিয়ে এমন ঘটনার জন্ম দিচ্ছেন। বিশেষ করে লেনদেন সংক্রান্ত বিরোধে তারা এক পক্ষ আরেক পক্ষকে আটকে রাখছেন। এসব ঘটনাই অপহরণের ঘটনা বলে প্রচার পাচ্ছে। খোঁজ নিয়ে জেনেছি, কথিত অপহৃতরা ক্যাম্পে ফিরেছেন।”
এর আগে শুক্রবার রাতে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কাজের সন্ধানে বের হলে একদল “সন্ত্রাসী” তাদের ধরে নিয়ে যায়। এরপর তাদের পরিবারের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা।
এ বিষয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বলেন, “সন্ত্রাসীরা ছয় রোহিঙ্গাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। খবর পেয়ে কয়েকটি জায়গায় অভিযান চালাই। পরে শনিবার সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া। ফেরত আাসা অপহৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে জেনেছি, ছয় জনের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে।”
তিনি বলেন, “তাদের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় স্থানীয় ওই অপহরণকারীকে আটক করা হয়েছে। এর সঙ্গে জড়িত বাকিদের খুঁজে বের করার চেষ্টা করছি।”