চিকিৎসা বিজ্ঞানের কারিশমায় বিভিন্ন সময়ে বড় বড় সাফল্যের ঘটনা শোনা গেলেও কারও বুক থেকে অবিস্ফোরিত গ্রেনেড সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়ছে, এমন খবর কেউ বোধহয় কখনো শোনেননি।
শুনতে আশ্চর্যয লাগলেও এমনই একটি ঘটনা বাস্তবে পরিণত করেছেন ইউক্রেনের চিকিৎসকরা।
সম্প্রতি এক ইউক্রেনীয় সৈন্যের বুক থেকে অবিস্ফোরিত অবস্থায় শক্তিশালী একটি গ্রেনেড বের করা হয়েছে। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ইউক্রেনের উপমন্ত্রী হান্নান মালিয়ার তার ফেসবুক পেজে ওই গ্রেনেডের ছবিও প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আহত ইউক্রেনীয় সেনারা বুক থেকে বিস্ফোরক দ্রব্যটি সরিয়ে ফেলতে সক্ষম হন সার্জনরা।”
তিনি জানান, সামরিক চিকিৎসকরা ওই সেনারা শরীর থেকে (VOG) গ্রেনেড অপসারণের একটি গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন।
এ প্রসঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, “অস্ত্রোপচারের সময় ইলেক্ট্রোকোগুলেশন ব্যবহার না করেই অপারেশন করা হয়েছিল। গ্রেনেডটি যেকোনো মুহূর্ত বিস্ফোরিত হওয়ার আশঙ্কা ছিল। অস্ত্রোপচারের সময় বোমা ডিসপোজাল স্কোয়াডের দুই সদস্য উপস্থিত ছিলেন। যদিও আর বিস্ফোরণ হয়নি। এখন ওই সেনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”