কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হলো মিসরের সুয়েজ খাল। সোমবার (৯ জানুয়ারি) নরওয়ে থেকে আসা একটি পণ্যবাহী জাহাজ আটকে পড়ে। এতে সুয়েজ খালে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ে।
সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি ইউক্রেন থেকে চীনে শস্য নিয়ে যাচ্ছিল।
স্থানীয় সময় দুপুরের দিকে প্রযুক্তিগত সমস্যায় এমভি গ্লোরি নামে ওই জাহাজটি বিকল হয়ে যায়। এতে সুয়েজ খালে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি বলেন, জাহাজটি সরাতে টাগবোট ব্যবহার করা হয়েছে। সেটি সরানোর পরে খাল সচল হয়।
এদিকে জাহাজ সরাতে সরাতে সেখানে আরও অন্য জাহাজের দীর্ঘ জট সৃষ্টি হয়।
তুরস্ক-ভিত্তিক জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার (জেসিসি) জানায়, ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর থেকে গত ২৫ ডিসেম্বর ৬৫,৯৭০ মেট্রিক টন ভুট্টা নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে।
এর আগে ২০২১ সালের মার্চের শেষে সুয়েজ খালের সরু পথে আড়াআড়ি আটকে পড়েছিল পণ্যবাহী জাহাজ ‘‘এভার গিভেন”। তখন খালের দুই পাশে তৈরি হয় ৩০০ নৌযানের জট। ছয় দিন অভিযানের পর সরানো সম্ভব হয় বিশালাকার জাহাজটি।
বিশ্ববাণিজ্যে সুয়েজ খালের গুরুত্ব অনেক। এটি নৌপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে, ফলে সুয়েজ খাল ব্যবহার করে এশিয়া ও ইউরোপের মধ্যে তুলনামূলক কম খরচে পণ্য পরিবহন করা যায়। বৈশ্বিক পণ্য বাণিজ্যের ১২% সুয়েজ খাল হয়ে পরিবহন করা হয়। ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়।