কেউ ছুটছে নতুন পথ চলায়।
কেওবা আছে কর্মজীবনের অপেক্ষায়।
হয়তো আক্ষেপে পড়ে গেছে কারো কর্মক্ষেত্র।
বিবিধ চিন্তাধারায় কেও তো নেই অবসরপ্রাপ্ত।
কেও আছে হয়তো বাচার তীক্ষ্ণ প্রতিক্ষায়।
মূল্যহীন জীবনে অনেকেই আছে পৃথিবী বিদায়ের অপেক্ষায়।
কেও কি আছে এমন যে ভাবে না?
অতঃপর এর প্রকৃত কোনো অর্থ হয় না।
বিবিধ চিন্তাধারা তখনি হবে পরিণত দুঃশ্চিন্তায়,
যখন তা সামর্থ্য হীন প্রত্যাশায়।
অসম্ভব অবশ্যই সম্ভব তবে তার সীমাবদ্ধতা বিদ্যমান,
বিবিধ এ চিন্তাধারায় অনন্তনিদৃায় যেন কেও না যায় অকাল।
কল্পনার যত ভাবনা তোমাদের,
পারতে না থাকতে যদি হতো তা বাস্তবে,
এই জগদ্বাসীতে।
তবুও বিভিন্ন যত আসা তোমাদের এই বিবিধ চিন্তাধারা।
বিবিধ চিন্তাধারা
এই নিবন্ধটি শেয়ার করুন
আল মুহতাদিন নিরব একজন নবীন লেখক। সে তার কবিতার মাধ্যমে নিজের ভাব প্রকাশ করতে চায়।
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন