জার্মানির পশ্চিমাঞ্চলে বিষাক্ত উপাদান ব্যবহার করে ‘ইসলামপন্থী হামলা’র পরিকল্পনায় জড়িত সন্দেহে ইরানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় পুলিশ বিভাগ ও আইনজীবীদের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মুনস্টার পুলিশ ও ডুসেলডর্ফ প্রসিকিউটরের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার উদ্দেশ্যে রাখা ‘বিষাক্ত উপাদানের’ সন্ধানে পুলিশ ক্যাসট্রপ-রক্সেল শহরের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন হিসেবে ইরানের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে সন্দেহভাজন ইরানের ওই নাগরিকের বিস্তারিত পরিচয় জানানো হয়নি, তবে বয়স ৩২ বছর বলে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীরা জানান, ইসলামপন্থী হামলা চালানোর উদ্দেশ্যে সায়ানাইড ও রিসিন সংগ্রহ করার মাধ্যমে ইরানের নাগরিক ভয়াবহ সহিংস কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
অভিযানে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও তদন্তকারীরা উল্লেখ করেন।
তারা আরও জানান, মূল সন্দেহভাজনকে বিচার কার্যক্রম শুরুর আগ পর্যন্ত কারাগারে রাখার জন্য তাকে একজন বিচারকের সামনে হাজির করা হবে।