জঙ্গিদের বিরুদ্ধে দেশজুড়ে সামরিক অভিযানে সবুজসংকেত দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কমিটি সোমবার বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে আলাদা একটি সরকার গঠনের ঘোষণা করেছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)। এরপরই কমিটির বৈঠকে টিটিপিসহ জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা করে দেশটির সরকার।
বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, জঙ্গিদের সঙ্গে আলোচনা নয় বরং সামরিক অভিযান করা হবে। কমিটি জানিয়েছে, আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশ বরদাশত করা হবে না। পাশাপাশি, সীমান্ত এলাকায় শান্তি এবং সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে আফগানিস্তানের তালেবান সরকারেরও বিশেষ ভূমিকা রয়েছে বলেও মনে করে কমিটি।
জঙ্গি দমনে সামরিক অভিযান ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত সংস্থাগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর দাবি, শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৭ থেকে ১০ হাজার টিটিপি জঙ্গি রয়েছে।
২০১৪ সালে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলা হামলা চালিয়ে ১৪৪ জনকে হত্যা করে টিটিপি।