ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহতের পর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে সিরিয়া সরকার।
সিরায়ার সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় বিমানবন্দর ও আশেপাশের এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি আগ্রাসনে সিরিয়ার দুই সেনা নিহত হয়েছেন। কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
এ অবস্থায় সতর্কতার অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, এ নিয়ে এক বছরের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার মতো রাজধানী দামেস্কের ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরটি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গত ১০ জুন ইসরায়েল বিমান হামলায় চালালে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের অবকাঠামো। মেরামতের দুই সপ্তাহ পর ফের চালু হয়। সূত্র: আল জাজিরা