ক্যাথলিক ধর্মাবলম্বীদের সাবেক পোপ ষোড়শ এমিরিটাস বেনেডিক্ট মারা গেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) ভ্যাটিক্যানের ইসেলেসিয়া মঠে মৃত্যু হয় তার। পোপের পদ থেকে ইস্তফা দেওয়ার পর এখানেই থাকতেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
ভ্যাটিক্যান সিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সাবেক পোপের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন ষোড়শ বেনেডিক্ট।
বয়সের কারণে ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান এবং একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। এরপর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।
জার্মান নাগরিক জোসেফ রেটজিঙ্গার ২০০৫ সালের ১৯ এপ্রিল কার্ডিনাল থেকে ষোড়শ বেনেডিক্ট নামে পোপ নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি তার পূর্বসূরি জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় সভাপতিত্ব করেন।