রুশ হামলায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎবিভ্রাট চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার রাতে দেয়া ভাষণে তিনি এমনটি জানান।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বড়দিনের সময় অনেক লোকজনের বাড়িতে বিদ্যুৎ দেয়া সম্ভব হয়েছে, তবে সমস্যা এখনও রয়েছে।
তিনি বলেন, ‘ইউক্রেনজুড়ে ব্ল্যাকআউট অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯০ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিল।’
এদিকে ইউক্রেন রুশ প্রস্তাবে রাজি না হলে সেনাবাহিনীই সবকিছুর ফয়সালা করবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করাই রাশিয়ার লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
রুশ বার্তা সংস্থা টিএএসএস বা তাসকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ‘রাশিয়ার দাবি সম্পর্কে ইউক্রেন বেশ ভালোভাবেই জানে। এখন দাবি পূরণ করবে কি না, সেটা তাদের ওপর নির্ভর করছে।
‘বিষয়টি খুবই সহজ; নিজের ভালোর জন্য প্রস্তাব মেনে নিন। তা না হলে এর ফয়সালা রুশ সেনাবাহিনী করবে।’