বাংলাদেশের কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোসেন নামে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮ ইস্টে এই ঘটনা ঘটে। নিহত হোসেন ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এ বাস করতেন। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের প্রধান মাঝি ছিলেন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছোট ভাই নুর হাশেমের উদ্ধৃতি দিয়ে এএসপি ফারুক আহমেদ জানান, সকালে মোহাম্মদ হোসেন বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসপি ফারুক আহমেদ বলেন, “হামলাকারীদের ধরতে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”