ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন সেনা কর্মকর্তাসহ ১৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) উত্তর সিকিমের জেমায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর একটি গাড়িবহর সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ওই বহরের তিনটি গাড়ির একটি। জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক নেওয়ার সময় গাড়িটি খাড়া ঢালে পড়ে যায়।
এ ছাড়াও দুর্ঘটনার পর অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় চারজন আহত সৈন্যকে বিমানে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার এবং বাকিরা সৈনিক পদমর্যাদার।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লিখেছেন, উত্তর সিকিমে একটি সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনাটি গভীরভাবে বেদনাদায়ক। জাতি তাদের সেবা এবং প্রতিশ্রুতির জন্য গভীরভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।